লাইভ দেখুন ভারতে Redmi 13 5G ফোনের লঞ্চ, 13 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে 108MP Camera এবং 5030mAh Battery

ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 13 5G স্মার্টফোন। আগামীকাল অর্থাৎ 9 জুলাই দুপুর 12টার সময় এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে 108MP Camera এবং 5030mAh Battery সহ এই শক্তিশালী ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে। একই সঙ্গে পাওয়া যাবে Redmi 13 5G ফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন ডিটেইলস।

Redmi 13 5G ভারতে লাইভ লঞ্চ লিঙ্ক

Redmi 13 5G ফোনের দাম (লিক)

  • 6GB RAM + 128GB Memory – ₹13,999
  • 8GB RAM + 128GB Memory – ₹15,999

সম্প্রতি Redmi 13 5G ফোনের RAM ও স্টোরেজ মডেলের সঙ্গে সঙ্গে ফোনটির দামও ইন্টারনেটে লিক হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের 6GB RAM মডেলের দাম 13,999 টাকা হবে এবং Redmi 13 5G ফোনের 8GB RAM ভেরিয়েন্ট 15,999 টাকা দামে পেশ করা হবে। লিক অনুযায়ী লঞ্চের পর প্রথম সেলে এই ফোনের দামে কোম্পানি 1000 টাকা অফারও দেবে, যার ফলে এই দুটি মডেল কেনার জন্য যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা খরচ করতে হবে।

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনটি Crystal Glass Design সহ লঞ্চ করা হবে। এতে ফ্ল্যাট প্যানেল সহ 6.6 ইঞ্চির 90 হার্টস রিফ্রেশ রেটযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 3 থাকতে পারে।
  • প্রসেসর: Redmi 13 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স থাকবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি দেওয়া হবে।

LEAVE A REPLY