13GB RAM, 4,500mAh ব্যাটারি এবং 33W চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হলো Oppo Reno8 4G

Oppo তাদের Reno লাইনআপের লেটেস্ট 4G স্মার্টফোন – Oppo Reno8 4G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে। Oppo এখনও পর্যন্ত এই ফোনটির ভারতে লঞ্চ নিয়ে কিছু কনফার্ম করেনি। Oppo ভারতে প্রথমেই রেনো 8 সিরিজের 5জি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। Oppo Reno8 4G স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 680 প্রসেসরের সঙ্গে 8GB RAM এর সহ পেশ করা হয়েছে। এই আর্টিকেলে Oppo Reno8 4G স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Oppo Reno8 4G: স্পেসিফিকেশন

Oppo Reno8 4G স্মার্টফোনে 90Hz রিফ্রেশরেট যুক্ত 6.43-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা সহ পাঞ্চহোল কাটআউট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 64MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 2MP ডেপ্থ সেন্সর এবং একটি 2MP মোনোক্রম সেন্সর দেওয়া হয়েছে।

Oppo এর এই ফোনে Qualcomm Snapdragon 680 4G চিপসেটে রান করে। এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। এছাড়াও ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

Oppo এর এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 বেস লেটেস্ট ColorOS এ কাজ করে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনে 3.5mm অডিও জ্যাকও আছে।

Oppo Reno8 4G: দাম

Oppo Reno8 4G স্মার্টফোনটি আপাতত ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ IDR 4,999,000 (প্রায় 27,000 টাকা) দামে পেশ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি তাদের Oppo Reno8 5G স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ 29,999 টাকায় পেশ করেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY