জেনে নিন কবে ভারতে লঞ্চ হবে 32MP Selfie এবং 64MP Back Camera সহ Lava Blaze X স্মার্টফোন

গত সপ্তাহে লাভা তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এই ফোনটি Lava Blaze X নাম সহ পেশ করা হবে বলে জানিয়েছিল। এবার আজ কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। আগামী 10 জুলাই Lava Blaze X স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ছবি এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে Lava Blaze X এর লঞ্চ ডেট

আগামী 10 জুলাই Lava Blaze X স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। এই দিন কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি দুপুর 12 টায় এই ফোনের দাম এবং সেল ডিটেইলস সহ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। এই Lava Blaze X একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বাজারে লঞ্চ করা হবে। লাভা ফোনের অফিসিয়াল ওয়েবসাইট এবং কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে।

Lava Blaze X এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Lava Blaze X স্মার্টফোনে 6.7 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী AMOLED প্যানেল দিয়ে তৈরি 3D Curved ডিসপ্লে সহ 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • প্রসেসর: Lava Blaze X স্মার্টফোনে কোন চিপসেট ব্যাবহার করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক অনুযায়ী এই ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Lava Blaze X স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে 64MP ক্যামেরা সেন্সর সহ Sony IMX682 লেন্স দেওয়া হতে পারে। একইসঙ্গে ব্যাক প্যানেলে 8MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স থাকতে পারে।
  • ফ্রন্ট ক্যামেরা: Lava Blaze X স্মার্টফোনে 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। ফোনের ফ্রন্ট প্যানেলে স্ক্রিন ফ্ল্যাশ লাইট দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY